OMG! রোগীকে দেওয়া রক্তেও ভেজাল

এই সময় ডিজিটাল ডেস্ক: সাবধান! খাদ্যদ্রব্যের পরে এবার রক্তেও ভেজাল। বৃহস্পতিবার মধ্যরাত এবং শুক্রবার অভিযান চালিয়ে লখনউ থেকে ভেজাল রক্ত চক্রের এই পাঁচ পাণ্ডাকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের থেকে কয়েক'শো পাউচ ভেজাল রক্ত বাজেয়াপ্ত করা হয়েছে। রক্তের সঙ্গে সমান পরিমাণ স্যালাইন ওয়াটার মিশিয়ে সেগুলি বিক্রি করা হচ্ছিল। এই রক্ত রোগীকে দিলে তাঁর মৃত্যু পর্যন্ত হতে পারে।ভেজাল রক্ত বিক্রির এই চক্রের পর্দাফাঁস করে অভিযানে STF-এর সঙ্গে যোগ দিয়েছিলেন ফুড সেফটি অ্যান্ডমিনিস্ট্রেশন (FSDA)-এর সদস্যরা।FSDA-এর দলের নেতৃত্বে থাকা ড্রাগ ইনসপেক্টর রমা শংকর বলছেন, 'স্যালাইন ওয়াটার মিশিয়ে অভিযুক্তরা এক ইউনিট রক্তকে দুই ইউনিট বানিয়েই ক্ষান্ত থাকেনি, তারা হোল ব্লাড ইউনিটকে PRBC বলে রোগীর আত্মীয়দের কাছে বিক্রি করেছে। এ ভাবে তারা শুধু রোগীর আত্মীয়দের ঠকায়নি, সেইসঙ্গে রোগীর জীবন সঙ্কটের মুখে ঠেলে দিয়েছে।'তদন্তকারীরা জানিয়েছেন, ভেজাল রক্ত চক্রের লোকজন গরীব এমনকী মাদকাসক্তদের থেকে রক্ত সংগ্রহ করত। এ জন্য রক্তদাতাদের ইউনিট প্রতি ২০০ থেকে ৮০০ টাকা করে দিতো তারা। সংগৃহীত রক্তের সঙ্গে সমপরিমাণ স্যালাইন ওয়াটার মিশিয়ে নামী ব্ল্যাড ব্যাংকের নামে ছাপানো রক্তের পাউচে ভরে রোগীর আত্মীয়দের কাছে বিক্রি করত তারা। প্রতি ইউনিট ভেজাল রক্ত ৩০০০ হাজার টাকায় বিক্রি করা হত। এই চক্রের অন্যতম পাণ্ডা মহম্মদ নাসিম দোষ কবুল করে নিয়েছে। গত ১ বছর থেকে তারা এই ভেজাল রক্তের কারবার চালাচ্ছিল বলে সে জানিয়েছে।

from Eisamay https://ift.tt/2AvxGiv

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.