নির্বাচনে জিতেছেন, তবু PAN তথ্যে আপত্তি দুশো'র বেশি সাংসদ-বিধায়কের!

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের প্রায় ২০০-র বেশি সাংসদ ও বিধায়ক তাদের নির্বাচনী মনোনয়ন পত্রে নিজেদের PAN কার্ডের তথ্য জমা দেননি। অ্যাসোসিয়েশন ফর ডেমক্রেটিক রিফর্মস (ADR) এবং দ্য ন্যাশেনাল ইলেকশন ওয়াচ(NEW)-এর তরফে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, দেশের মোট ৫৪২ জন সাংসদ ও ৪ হাজার ৮৬ জন বিধায়কের দাখিল করা তথ্যে দেখা গেছে ২০০-জনের বেশি সাংসদ, বিধায়ক তাদের নির্বাচনী মনোনয়ন পত্রে নিজেদের PAN নম্বরটি জানাননি। যারমধ্যে বিধায়কদের তালিকায় প্রথম স্থান অধিকার করেছে কংগ্রেস। কংগ্রেসের মোট ৫১ জন বিধায়ক নিজেদের PAN নম্বর জানাননি। দ্বিতীয় স্থানে আছে বিজেপির ৪২ জন বিধায়ক আর তৃতীয় স্থানে আছে সিপিআই(এম) এর ২৫ জন বিধায়ক। আর রাজ্য অনুসারে ৩৩ জন বিধায়ক নিয়ে প্রথম স্থানে আছে কেরালা। সবচেয়ে মজার ছোটো রাজ্য মিজরামের। মিজোরাম বিধানসভায় মোট ৪০ জন বিধায়ক। যার মধ্যে ২৮ জন নিজেদের PAN নম্বর না জানিয়ে দ্বিতীয় স্থানে আছে। আর তৃতীয় স্থানে ১৯ জন বিধায়ক নিয়ে মধ্যপ্রদেশ। যদিও দেশের অন্য রাজ্যের তুলনায় PAN নম্বর জানানোর ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ওডিশা ও তামিলনাড়ু। ওডিশার বিজেডি ও এআইডিএমকের দুজন বিধায়ক PAN-এর তথ্য জমা দেননি।

from Eisamay https://ift.tt/2qem4ud

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.