তুঙ্গে অস্থিরতা, পার্লামেন্ট সাসপেন্ড করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

এই সময় ডিজিটাল ডেস্ক: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা চরমে। রনিল বিক্রমাসিঙ্ঘেকে সরিয়ে মাহিন্দা রাজাপক্ষকে প্রধানমন্ত্রী পদে বসানোর পরে এবার আগামী ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট সাসপেন্ড করে দিলেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। শনিবার এক নির্দেশিকায় এ কথা জানানো হয়েছে।বহিস্কৃত প্রধানমন্ত্রী বিক্রমাসিঙ্ঘে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আইনসভার বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছিলেন। একইসঙ্গে তাঁর আসনে প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষকে বসানোর সিদ্ধান্তকে 'বেআইনি এবং অগণতান্ত্রিক' আখ্যা দিয়েছিলেন তিনি। পার্লামেন্ট সাসপেন্ড হয়ে যাওয়ায় সে সুযোগ পেলেন না পার্লামেন্টের একক বৃহত্তম দলের এই নেতা। অন্যদিকে, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত রাজাপক্ষকে সুবিধা করে দেবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য হাতে আরও কিছুটা বার্তি সময় পেয়ে যাবেন তিনি।শ্রীলঙ্কার পার্লামেন্টের মোট সদস্য সংখ্যা ২২৫। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ন্যুনতম ১১৩ জন সদস্যের সমর্থন প্রয়োজন। সেদিক থেকে সিরিসেনা এবং রাজাপক্ষে শিবিরে থেকে অনেক এগিয়ে বিক্রমাসিঙ্ঘেরা। আইনসভায় বিক্রমাসিঙ্ঘের দল UNP-র সদস্য সংখ্যা ১০৬। সেখানে সিরিসেনা এবং রাজাপক্ষে জোটের মাত্র ৯৫ জন এমপি আছেন।এদিকে, প্রধানমন্ত্রী পদ থেকে রনিল বিক্রমাসিঙ্ঘেকে অপসারণ এবং পার্লামেন্ট সাসপেন্ড রাখার প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার থেকে আন্দোলনে নেমেছেন UNP-র কর্মী-সমর্থকরা। শনিবার টেম্পল ট্রি'জে বাইরে বিক্ষোভ দেখান তাঁরা।

from Eisamay https://ift.tt/2yCnl2P

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.