ব্যাংকিং ব্যবস্থায় সংকট, RBI-কেই দুষলেন জেটলি

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশের ব্যাংকিং ক্ষেত্র প্রবল আর্থিক সঙ্কটে ধুঁকছে। এই পরিস্থিতির জন্য সরাসারি রিজার্ভ ব্যাংককে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর মতে, ২০০৮ এবং ২০১৪ সালে বিভিন্ন সংস্থাকে দু'হাত খুলে ঋণ দিয়েছিল ব্যাংকগুলি। এই ঘটনাই ব্যাংগুলির আজকের ব্যাড লোন বা এনপিএ সমস্যার জন্য দায়ী। দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে আরবিআই সে সময় ব্যাংগুলির বাছবিচার না করে ঋণ দেওয়ার প্রবণতায় রাশ টানতে ব্যর্থ বলেও জেটলির দাবি।দেশের আর্থিক নীতি নির্ধারণের ক্ষেত্রে স্বশাসন নিয়ে জেটলির নেতৃত্বাধীন অর্থ মন্ত্রক এবং আরবিআই-এর মধ্যে সংঘাত দেখা দিয়েছে বলে খবরে প্রকাশ। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এ দিনের মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।মোদী সরকার রিজার্ভ ব্যাংকের ক্ষমতা ছাঁটতে উদ্যত হয়েছে। আর্থিক নীতি নির্ধারণের ক্ষেত্রেও সরকার দেশের কেন্দ্রীয় ব্যাংকের ওপর ক্রমাগত প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ। এ নিয়ে শুক্রবার সরব হন আরবিআই-এর ডেপুটি-গভর্নর ভিরাল ভি আচার্য। আরবিআই-এর স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা 'সর্বনাশা' হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি।খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay https://ift.tt/2OUWdGu

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.