লক্ষ্য স্বচ্ছতা, ২৫টি গ্রাম দত্তক নিল দিল্লি আইআইটি

এই সময় ডিজিটাল ডেস্ক: আপন হতে বাহির হয়ে বাড়িয়ে দেওয়া সাহায্য ও ভালোবাসার হাত। মানবিকতার মাপকাঠিতে এগিয়ে গেল দিল্লি আইআইটি-র অ্যালুমনাই অ্যাসোসিয়েশন (IITDAA) । স্বচ্ছতা উদ্যোগের অন্তর্গত ভিলেজ অ্যাডপশন প্রোগ্রামের অধীনে নাজাফগড়ের মিত্রাওঁ-তে ২৫টি গ্রাম দত্তক নিল IITDAA। এই সব গ্রামে গাছ লাগানো, লাইব্রেরি তৈরি করা, আবর্জনা সংগ্রহ ও পৃথকীকরণ এবং নিকাশী ব্যবস্থা নিয়ে কাজ করবে তারা। প্রজাতন্ত্র দিবসে এই গ্রামগুলি আনুষ্ঠানিক ভাবে দত্তক নেওয়ার কাজ সম্পন্ন হয়। ওই দিনই খোলা হয় লাইব্রেরি ও রিডিং রুম। IITDAA-র সভাপতি অতুল বাল জানিয়েছেন, ‘আমরা গ্রাম সভার সঙ্গে আলোচনা করছি। ভবিষ্যতে আর কোন কোন গঠনমূলক কাজ করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে।’ আগামীদিনে বায়োগ্যাস প্লান্ট তৈরি করার পরিকল্পনাও রয়েছে। অতুল বালের মতে এই প্রকল্প এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সুবাদে শহরের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগোতে সক্ষম হবে গ্রামীন পরিকাঠামো। তাছাড়া আইআইটি-র প্রাক্তনীরাও সমাজকে উন্নত করার কাজে আরও বেশি অবদান করতে পারবেন। খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

from Eisamay http://bit.ly/2CROFeM

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.