নয়া আতঙ্ক অজানা ভাইরাস, ৪ মাসে মৃত ৬৪

এই সময় ডিজিটাল ডেস্ক: ইন্দোরে হানা দিয়েছে এক অজানা ভাইরাস। গত চার মাসে শহর ও পার্শ্ববর্তী জেলাগুলিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ৬৪ জনের। আধিকারিকরা জানিয়েছেন, ভোপালের ভাইরোলজি গবেষণাগারে সন্দেহজনক যে নমুনাগুলি পাঠানো হয়েছিল, তার মধ্যে ৩৯টির সোয়াইন ফ্লু পজিটিভ ও তাতে মৃত্যু হয়েছে ১৩ জনের। মিলেছে ৩৫০জনের মিলেছে ডেঙ্গি, তাতে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে একজনের। তবে যে জীবাণুর কারণে ৬৪ জনের মৃত্যু হয়েছে, তার পরিচয় এখনও জানতে পারেননি গবেষকরা। IDSP অফিসার ডা. অমিত মালাকার জানিয়েছেন, স্বাস্থ্য দফতরের নজরে এসেছে যে প্রতি বছর নিজেদের জিনে পরিবর্তন ঘটায় সোয়াইন ফ্লু-র জীবাণু। তাঁর কথায়, '৬৪ রোগীর রক্তের নমুনায় একই চরিত্রের জীবাণুর খোঁজ মিলেছে। এই ভাইরাস এখনও শনাক্ত করা যায়নি। তবে লক্ষণগুলি সোয়াইন ফ্লু-এর মতোই। এই ভাইরাস অনাক্রমতা নষ্ট করে দিয়ে রোগীর মৃত্যু ঘটাচ্ছে।'আধিকারিকরা জানিয়েছেন, নমুনা পরীক্ষা করে অনেক ক্ষেত্রে H1N1-এর বদলে H2N3 পজিটিভ পাওয়া গিয়েছে। সে সব ক্ষেত্রে সোয়াইন ফ্লু-এর ওষুধ দিলে তা খুব একটা কার্যকরী হয়নি। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay http://bit.ly/2Wn5OpA

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.