২০১৮ সালে ভারতে দুর্নীতি কমছে: সমীক্ষা

এই সময় ডিজিটাল ডেস্ক: দুর্নীতিমুক্ত থাকার প্রশ্নে উন্নতি করল ভারত। বিশ্ব দুর্নীতির সূচকে ভারত সামান্য উপরে উঠে এসেছে। অন্যদিকে, প্রতিবেশী দেশ চিনের পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে একটি আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে।মঙ্গলবার তাদের ২০১৮ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে দুর্নীতির বিষয়ে আন্তর্জাতিক ওয়াচডগ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। তাদের দেওয়া তালিকা অনুসারে, বিশ্বের ১৮০টি দেশের মধ্যে দুর্নীতির নিরিখে ভারতের স্থান ৭৮। দুর্নীতিমুক্ত থাকার ক্ষেত্রে ৩ পয়েন্ট বেড়ে ১০০-র মধ্যে ভারতের স্কোর ৪১। ভারতের দুই প্রতিবেশী দেশ চিন এবং পাকিস্তান আছে যথাক্রমে ৮৭ এবং ১১৭ নম্বরে। 67744107 এই সময়-এর পোলে অংশগ্রহণ করুনডেনমার্ক বিশ্বের সবথেকে কম দুর্নীতিগ্রস্ত দেশের তকমা পেয়েছে। ১০০-র মধ্যে তাদের স্কোর ৮৮। এক পয়েন্ট কম (৮৭) পেয়ে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে, বিশ্বের সবথেকে বেশি দুর্নীতিগ্রস্ত ৩ দেশ হল সোমালিয়া, সিরিয়া এবং সাউথ সুদান।খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

from Eisamay http://bit.ly/2RW6LXr

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.