এই সময় ডিজিটাল ডেস্ক: মতুয়া ভোটের লক্ষ্যে আগামী শনিবার ঠাকুরনগর যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সফরের অংশ হিসেবেই মতুয়া সংঘের বড় মা বীণাপানি দেবীর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা নিয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু সেই 'ইচ্ছে' আদৌ পূর্ণ হবে কি না, তা নিয়েই এখন ঘোর সংশয়। মোদীর সফরের মাত্র ৪ দিন আগে অসুস্থ হয়ে পড়লেন মতুয়া সংঘের বড় মা বীণাপানি দেবী।তৃণমূল সাংসদ তথা মতুয়া সংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর বড় মা'র অসুস্থতার খবর জানিয়েছেন। তাঁর দাবি, কাশি ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন বড় মা। তাঁর চিকিত্সার জন্য ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। যদিও বড় মা'র এই অসুস্থতার খবরকে ভুয়ো বলে দাবি করেছে বিজেপি। আর এক্ষেত্রে তাঁরা টেনে এনেছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বক্তব্য। দিনকয়েক আগেই তিনি বলেছিলেন, 'বড় মা দরজা বন্ধ করে বসে থাকলে কি ভেঙে ঢুকবেন মোদী?' সেইসঙ্গে মমতাবালা ঠাকুরেও আক্রমণ করেছেন বিজেপির জেলা নেতৃত্ব। তাঁদের কথায়, 'বড় মা-কে নিয়ে রাজনীতি করছেন মমতাবালা। তাঁর অসুস্থতার খবর আসলে নাটক। উনি বড় মা-কে আটকে রাখতে পারেন, কিন্তু জনগণকে আটকে রাখতে পারবেন না। ওনার রাজনৈতিক কেরিয়ার শেষের মুখে।'
from Eisamay http://bit.ly/2CVPwvf