ওড়না ধরে টান! অভিযোগ জানাতে এসে এক্স-সিএমের হাতে লাঞ্ছিত মহিলা

এই সময় ডিজিটাল ডেস্ক: জনসভায় মহিলার সঙ্গে দুর্ব্যবহারের কারণে বিতর্কে জড়িয়ে পড়লেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া। পরিস্থিতি বুঝে কংগ্রেসকে তোপ দাগল বিজেপি।সোমবার মেজাজ হারিয়ে মহিলার সঙ্গে অভব্য আচরণ করে তীব্র সমালোচনার মুখে পড়লেন সিদ্দারামাইয়া। এদিন সংবাদসংস্থা এএনআই প্রকাশিত ভিডিয়ো ক্লিপিংয়ে দেখা গিয়েছে, মাইসুরুর ওই সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানালে উত্তেজিত হয়ে মহিলার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন সিদ্দারামাইয়া। ধস্তাধস্তিতে মহিলার ওড়না খসে যায়। তা সত্ত্বেও অভিযোগ জানাতে থাকলে মহিলার উদ্দেশে চিৎকার করতে থাকেন বর্ষীয়ান নেতা। তাঁর আশপাশে থাকা লোকজন মহিলাকে শান্ত করার চেষ্টা করছেন, ভিডিয়োতে দেখা গিয়েছে। পরিস্থিতি বুঝে কংগ্রেসের বিরুদ্ধে প্রচারে নেমে পড়েছে বিজেপি। বিষয়টি স্বয়ং কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নজরে এনে সিদ্দারামাইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে পদ্মশিবির। #WATCH Former Karnataka Chief Minister and Congress leader Siddaramaiah misbehaves with a woman at a public meeting… https://t.co/x3TinbIt79— ANI (@ANI) 1548672423000 এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, 'ওঁকে নিয়ে কী করা উচিত, তা রাহুল গান্ধীই বলতে পারেন। যে ভাবে মহিলাকে প্রকাশ্যে অপমান করা হয়েছে, তা আইনত দণ্ডনীয়। বোঝাই যাচ্ছে, মহিলাদের কী নজরে দেখে কংগ্রেস। শুধুমাত্র নিজের পরিবারের মহিলাদের প্রতিই ওদের শ্রদ্ধা জাগে।' 67714256 অন্য দিকে কর্নাটরে কংগ্রেস প্রধান দীনেশ গুন্ডু রাও প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আড়াল করতে বলেছেন, 'যখন কেউ কেউ উদ্ধত ভঙ্গিতে প্রশ্ন করে এবং জবাব পেয়েও একই প্রশ্ন করতে থাকে, তখন তার হাত থেকে মাইক কেড়ে নেওয়া ছাড়া গতি থাকে না। মাইক টানতে গিয়েই তার সঙ্গে দোপাট্টাও উঠে আসে। কিন্তু আসল উদ্দেশ্য তা ছিল না।'নেতার হয়ে যতই সাফাই গাওয়া হোক, এই মুহূর্তে প্রবীণ নেতার কুরুচিকর আচরণ নিয়ে নিন্দায় মুখর হয়েছে সোশ্যাল মিডিয়া। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay http://bit.ly/2G6Mw25

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.