এই সময় ডিজিটাল ডেস্ক: কেন্দ্রে ক্ষমতায় এলে গরিবদের জন্য 'ন্যূনতম আয়' নিশ্চিত করবে কংগ্রেস। সোমবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে অনুষ্ঠিত কৃষক সম্মেলনে এ কথা ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। দীর্ঘ দেড় দশক পরে রাজ্যে ফের ক্ষমতায় আনার জন্য জনগণ, বিশেষত কৃষকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এই সভার আন্যূনতময়োজন করা হয়েছিল। We cannot build a new India while millions of our brothers & sisters suffer the scourge of poverty. If voted to p… https://t.co/705aUMoLYq— Rahul Gandhi (@RahulGandhi) 1548676623000 তিনি বলেন, 'প্রতিটি রাজ্যের গরিবদের ন্যূনতম আয় সুনিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। প্রত্যেক গরিবের ন্যূনতম আয় সরাসরি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। বিশ্বের কোনও দেশেই এই মুহূর্তে এ ধরনের কোনও প্রকল্প নেই। ফলে ভারতই প্রথম দেশ যেখানে এমন প্রকল্প চালু হবে।' 67714256 এই সময়-এর পোলে অংশগ্রহণ করুন।রাহুল আরও বলেন, 'দেশে আর কেউ ক্ষুধার্ত এবং গরিব থাকবেন না। আমরা ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং অন্যান্য রাজ্যে এটি করে দেখাব। সুযোগ পেলে কংগ্রেস এমনই এক ঐতিহাসিক সিদ্ধান্ত রূপায়ণ করে দেখাতে বদ্ধপরিকর।'খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন
from Eisamay http://bit.ly/2FYJmye