অবাক বিয়ে! বরফের মধ্যে ৬ কিমি হেঁটে বিয়ের আসরে বরযাত্রী

এই সময় ডিজিটাল ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে মাত্র ২৫ জন! তাও আবার উত্তরাখণ্ডে? এমনটা সচারচর দেখা যায় না। কিন্তু এই শুক্রবার রুদ্রপ্রয়াগের মাকু মঠে এমনই ঘটনা ঘটল। প্রচন্ড তুষারপাতের মধ্যেই আত্মীয় পরিজনকে সঙ্গে নিয়ে ৬ কিমি পথ পাড়ি দিয়ে বিয়ের আসরে পৌঁছালেন বর। ত্রিইয়ুগিনারায়ণ গ্রাম থেকে প্রায় ৮০ জনের বরযাত্রী রওনা দিয়েছিলেন মাকু মঠের উদ্দেশে। কিন্তু পথে তুষারপাতের কারণে গাড়ি আটকে পড়ায় হাতে গোনা কয়েকজনকে সঙ্গে নিয়েই পাড়ি দিলেন হবু বর। বরযাত্রীর দলে থাকলেন পাত্রের মামা এবং বোনেরা। ছিল কুদেরাও। বরফের মধ্যে খেলতে খেলতেই তারাও এগিয়ে চলল। পাত্রের দাদা আশিষ গায়রোলা জানিয়েছেন, ‘২০০২ সালে আমরা এমনই এক বরযাত্রীর দল দেখেছিলাম। আগামী বহু বছর এই বিয়ের কথা নিয়ে চর্চা চলবে।’ প্রসঙ্গত, দু’ক্ষেত্রেই হবু বর সেনা জওয়ান ছিলেন। যাত্রাপথে কোনও সমস্যা হয়েছিল কি না জানতে চাওয়ায়, তা হাসি মুখে উড়িয়ে দেন পাত্রের দাদা। বলেন, ‘কষ্টের কথা ভুলে যান। আমার আট বছরের ছেলেকে দেখুন, সারা রাস্তা বরফে খেলতে খেলতে গেল। ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন।’ ৬ কিমি পথ অতিক্রম করে অবশেষে ভালোয় ভালোয় সম্পন্ন হয়েছে বিয়ের সব আচার অনুষ্ঠান। জানালেন ত্রিইয়ুগিনারায়ণ গ্রামের প্রধান বিজয় লাল।

from Eisamay http://bit.ly/2DEd1uo

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.