দক্ষিণ রাজ্যগুলিতে কমল কন্যা সন্তানের সংখ্যা

এই সময় ডিজিটাল ডেস্ক: কন্যা ও পুত্র সন্তানের মধ্যে অনুপাত অসামঞ্জস্য এতদিন হরিয়ানা বা পঞ্জাবের মতো রাজ্যেই দেখা যেত। কিন্তু এই ট্রেন্ডেও এবার বড় বদল দেখা গেল। ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জন্মের সময়ে সেক্স রেশিওয় অনেকটাই পিছিয়ে পড়েছে দেশের দক্ষিণ রাজ্যগুলি। ব্যতিক্রম শুধুমাত্র কেরালা। সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম থেকে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া যে তথ্য সংগ্রহ করেছে তাতে দেখা গিয়েছে ২০১৬ সালে অন্ধ্রপ্রদেশ এবং রাজস্থানে জন্মের সময়ে লিঙ্গের অনুপাত সবচেয়ে খারাপ। ১০০০ পুত্র সন্তানের তুলনায় জন্ম নিয়েছে মাত্র ৮০৬ কন্যাসন্তান। তালিকায় ৬ নম্বের রয়েছে তামিলনাড়ু। ২০০৭ সালের যে সংখ্যা ১০০০-এর তুলনায় ৯৩৫ ছিল, সেখানে ২০১৬ সালে তা কমে দাঁড়ায় ৮৪০এ। কর্নাটকে ১০০৪ থেকে কমে দাঁড়িয়েছে ৮৯৬-তে। ২০১৩ সালে তেলেঙ্গানায় যে সংখ্যা ছিল ৯৫৪, ২০১৬ সালে তা নেমে দাঁড়াল ৮৮১-তে। সেক্স রেশিও-তে অসামঞ্জস্য নিয়ে কাজ করা সমাজসেবী সাবু জর্জ জানিয়েছেন, ‘আমার মনে হয় এই সব রাজ্যের কিছু জেলায় জন্ম নথিকরণ প্রক্রিয়ায় কোনও সমস্যা হচ্ছে, যার প্রতিফলন ঘটছে সেক্স রেশিওতে।’ খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

from Eisamay http://bit.ly/2FT47vi

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.