প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চায় মাইসুরু জেলার দুই কৃতী ছাত্রী

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত হয়েছে পরীক্ষা পে চর্চা ২.০। এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার চলছে বিভিন্ন সংবাদ চ্যানেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষের পরীক্ষা ও বাচ্চাদের পড়াশোনা সম্পর্কিত নানা প্রশ্নের অকপট উত্তর দিচ্ছেন।এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্যে বেছে নেওয়া হয়েছে মাইসুরু জেলার দুই ছাত্রীকে। দু’জনেই শিক্ষকের সন্তান। অনেকের মধ্যে এরাও প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত থাকার সুযোগ পাবে। খুব স্বাভাবিকভাবেই এই দুই কৃতী সন্তানের জন্যে গর্বিত মাইসুরু। চেতনা সুরেষ মালাঙ্গি মাইসুর শহরের বাসিন্দা এবং রক্ষিতা জি এইচডি কোটে-র বাসিন্দা। চেতনা জেএসএস কলেজ অফ ফার্মেসি এহং রক্ষিতা আদর্শ স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া। একটি অনলাইন পরীক্ষার মাধ্যমে এই অনুষ্ঠানের জন্যে বেছে নেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়াদের। পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পাবে তারা। এই সুযোগ পাওয়া যেন দুই ছাত্রী এবং তাঁদের পরিবারের কাছে স্বপ্নপূরণ। খবরটি ইংরেজিতে পড়তে CLICK করুন

from Eisamay http://bit.ly/2FXNONy

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.