এই সময় ডিজিটাল ডেস্ক: রোজ তাঁর হাতে খেয়েই মেটে পেটের খিদে। জীবনের পরোয়া না-করে সেই প্রভূকে শ্লীলতাহানির হাত থেকে রক্ষা করল এক পথকুকুর। রক্তাক্ত হল মলেস্টারের ছুরির আঘাতে। ভোপালের ছোলা এলাকায় ঘটেছে এই ঘটনা। 'শেরু' নামের সারমেয়টিকে রোজ খাওয়াতেন ২৯ বছরের এক মহিলা। রবিবার বিকেলে তিনি ঘরে বিশ্রাম নিচ্চিলেন। আর ঘরের কোনে শুয়েছিল কুকুরটি। বিকেল ৩টে নাগাদ ঘরের ভিতরে ঢুকে পড়ে এক ব্যক্তি। একটা চিত্কার কানে যায় শেরুর। তার নজরে পড়ে যে ওই ব্যক্তি মেয়েটিকে টানা-হেঁচড়া করছে। আর এক মুহূর্ত দেরি করেনি সে। লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে শেরু। একটি ছুরি বের করে তাকে আঘাত করে অভিযুক্ত। তাতেও এতটুকু না-দমে লোকটিকে চেপে ধরে শেরু। এরপর ভয়ে কোনওক্রমে পালায় সেই ব্যক্তি। ততক্ষণে অঝোরে রক্ত ঝরছে শেরুর ডান পা থেকে। 67730809 এই সময়-এর পোলে অংশগ্রহণ করুন।ছোলা পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। পুলিশ জানিয়েছে, মেয়েটির প্রতিবেশী সুনীল অপরাধ মূলক কাজ করে বেরায়। সে রবিবার দরজা ধাক্কা দিলে খুলে দেয় ওই গৃহবধূ। তখনই জোর করে ঘরে ঢুকে শ্লীলতাহানির চেষ্টা করে সুনীল। তখনই ঝাঁপিয়ে পড়ে ওই মহিলাকে বাঁচায় সারমেয়টি। তার চিকিত্সা চলছে।খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay http://bit.ly/2G5wFAU