জল্পনার অবসান, ৩ মার্চই মোদী-নীতীশ সভা

এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে সব জল্পনার অবসান। বিহার জয়ের লক্ষ্যে আগামী ৩ মার্চই পাটনায় এক মঞ্চে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারকে। পাটনার গান্ধী ময়দান থেকেই শুরু হবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের লোকসভা প্রচার।৩ মার্চের এই সভায় নমো ও নীতীশ ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি সভাপতি অমিত শাহ, লোক জনশক্তি পার্টির প্রধান রাম বিলাস পাসওয়ান এবং এনডিএ-এর অন্যান্য শীর্ষ স্থানীয় নেতারা। লোকসভা নির্বাচনের দিন মার্চের শুরুতেই ঘোষণা করার সম্ভাবনা রয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের। তাই মাসের শুরুতেই এই মহাসভার আয়োজনে সম্মতি হয়েছে এনডিএ-এর সব পক্ষই।আরও পড়ুন: Target 2019: বিহার জয়ের লক্ষ্যে এক মঞ্চে নমো-নীতিশ JD (U)-র রাজ্য সভাপতি বশিষ্ঠ নারায়ণ সিং একটি যৌথ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যে নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ মানুষের হিতের জন্যে যে সব পদক্ষেপ করেছে তাই তুলে ধরা হবে এই সভায়।’ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি নিত্যানন্দ রাই এবং এলজেপি-র রাজ্য সভাপতি পশুপতি কুমার পরস। সিং এও জানান, সব র‌্যালিকে হারিয়ে দেবে এই মহা সভা। তাঁরা আশাবাদী তিন দলের সাংগঠনিক শক্তি রেকর্ড সংখ্যক মানুষের যোগদান সফল করবে। তবে এই মহা সভায় পাটনা সাহিবের বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা উপস্থিত থাকবেন কি না তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বিজেপির রাজ্য সভাপতি নিত্যানন্দ রাই। জানালেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।

from Eisamay http://bit.ly/2WqBxXh

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.