ফেরার চোকসিকে ভারতে প্রত্যর্পণ নয় এখনই, জানাল অ্যান্টিগা

এই সময় ডিজিটাল ডেস্ক: 'ফেরার মেহুল চোকসিকে দেশে ফিরিয়ে আনতে বিশেষ বিমান যাচ্ছে অ্যান্টিগা'। এমন খবর নিয়ে জল্পনা চললেও অ্যান্টিগা সরকার কিন্তু অন্য কথা জানালো। মেহুল চোকসিকে ফিরিয়ে নিয়ে যেতে ভারত থেকে কোনও প্রতিনিধি দল সে দেশে যাবে বলে তাদের কাছে খবর বলে দাবি করল অ্যান্টিগা প্রশাসন। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান বিদেশে পলাতক কোনও হাই প্রোফাইল বন্দিকে দেশে ফিরিয়ে আনবে। এমন জল্পনা চলছে। কিন্তু অ্য়ান্টিগা থেকে ফেরার হিরে ব্যবসায়ী মেহুল চোকসিকে যে এখনই ফেরানো হচ্ছে না তা স্পষ্ট করে দিল সে দেশের সরকার। অ্যান্টিগার প্রধানমন্ত্রী গাসটন ব্রাউনির দফতরের প্রধান লিওনেল হার্স্ট জানিয়েছেন, 'আমার কাছে এরকম কোনও তথ্য নেই। তবে আমরা চাই চোকসি তাঁর দেশে ফিরে যাক। কিছু অপ্রয়োজনীয় পরিচিতি ছাড়া তিনি অ্যান্টিগাকে আর কিছুই দেননি।' 67714256 এই সময়-এর পোলে অংশগ্রহণ করুন। হার্স্ট আরও জানিয়েছেন যে চোকসির দেশে না ফেরার আবেদন হাইকোর্টে খারিজ হয়ে গিয়েছে। তবে তাঁর উচ্চতর আদালতে আবেদন জানানোর অধিকার রয়েছে। বিষয়টি এখনও আদালতের হাতে থাকলে চোকসিকে যে ভারতে পাঠানো যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন হার্স্ট। ভারত সরকারের কাছ থেকে চোকসি সম্পর্কে ক্লিনচিট পেয়েই তাঁর নাগরিকত্বের আবেদন অ্যান্টিগা মঞ্জ‌ুর করে, তাও জানিয়ে দেন তিনি। খবরটি ইংরেজিতে পড়ুন।

from Eisamay http://bit.ly/2G4HaEI

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.