উত্তরে হাওয়ায় সওয়ার হয়ে ফের শহরে শীত

এই সময় ডিজিটাল ডেস্ক: অবশেষে পশ্চিমী ঝঞ্ঝার ফাঁড়া কাটিয়ে বঙ্গে শীত পড়বে বলে আশা করছে আবহাওয়া দফতর। মাঘ মাসের শুরু থেকেই পশ্চিমী ঝঞ্ঝার জেরে চেনা আমেজ ফিকে হয়ে গিয়েছিল শহর কলকাতায়। সোমবার রাত থেকে উত্তরে হাওয়ার দাপট বাড়িয়ে শীত ফিরল শহরে। যদিও এ দিনের সর্বনিন্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশি।পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হওয়ায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে উত্তরভারত জুড়ে। তার জেরেই লাফিয়ে নামতে শুরু করেছে বঙ্গের তাপমাত্রা। সপ্তাহান্তে জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে বলে আশায় বুক বাঁধছেন শীতপ্রেমী জনতা। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা উঠে যায় ১৮.৬ ডিগ্রি সেলসিয়াসে। এর পর সোমবার থেকে তাপমাত্রার পারদ চড়তে থাকে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আকাশ পরিষ্কার হয়ে মঙ্গলবার থেকে ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে কলকাতা-সহ জেলাগুলিতে। ফলে তাপমাত্রা ১৪ বা ১৫ ডিগ্রির আশপাশে নেমে আসতে পারে। কমতে পারে দিনের তাপমাত্রাও।

from Eisamay http://bit.ly/2Gd9jtp

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.