ফসল বাঁচাতে স্কুলঘরে বন্দি গবাদি, পড়ুয়ারা দাঁড়িয়ে রাস্তায়

এই সময় ডিজিটাল ডেস্ক: রোজ বাইরে থেকে আসা গোরুগুলি ফসল সাবাড় করে দিচ্ছে। উত্তরপ্রদেশের জিখান গ্রামের কৃষকরা গোরুগুলিকে সহবত শেখানোর জন্য স্কুলের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে দেন। প্রায় ৫০টি ভবঘুরে গোরু এবং মোষকে গ্রামের একটি স্কুলের মধ্যে ঢুকিয়ে তালা দিয়ে দেন তাঁরা। ফলে ওই গ্রামের কচিকাঁচাদের পড়াশোনা লাটে উঠেছে। কৃষকদের দাবি জেলা প্রশাসনকে বারবার জানিয়েও কাজ না হওয়ায় এই পদক্ষেপ করতে তারা বাধ্য হন।উত্তরপ্রদেশে এমন ঘটনা বার বার ঘটে। তবে এবারের বিষয়টির প্রভাব সবথেকে বেশি। স্কুলের শিক্ষক জানান, প্রায় ১১০জন পড়ুয়াকে সোমবার স্কুলে ঢকতে দেওয়া হয় নি। যারা ফলে স্কুলের গেট থেকে ফিরে যায় পড়ুয়ারা। সোমবার সকালে কচিকাঁচাদের কোলাহলের বদলে সেখানে সারাক্ষণ চলছে হাম্বা-হাম্বা আওয়াজ। পড়াশোনার পরিবেশ ফেরাতে পুলিশে ফোন করা হয়। কিন্তু পুলিশ কোনও করম ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন ওই স্কুলের শিক্ষক। তবে গ্রামবাসীরা অনড়। তাদের সাফ কথা, ভবঘুরে গোরুগুলোর হিল্লে না হওয়া পর্যন্ত স্কুল থেকে ছাড়া হবে না।

from Eisamay http://bit.ly/2FXNMoU

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.