এই সময় ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করতে কোথাও কোনও খামতি রাখতে চায় না বিজেপি। সেই কথা মাথায় রেখেই এবার ওডিশা সফরে বিজেপি সভাপতি অমিত শাহ। মঙ্গলবারই ওডিশায় নির্বাচনী ক্যাম্পেন শুরু করার কথা শাহের। রাজ্যের চারটি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে সভা করবেন তিনি। উপস্থিত থাকবেন প্রায় ৩০ হাজার বুথ কর্মী। প্রসঙ্গত, এই চারটি আসন বিজু জনতা দলের খাস তালুক।২০১৭ সালের জুলাই মাসে শুরু করেছিলেন ‘মো বুথ সবুথু মজবুথ’ ক্যাম্পেন। তৃণমূল স্তরে বিজেপির ক্ষমতা বাড়ানোর জন্যেই ছিল এই উদ্যোগ। কটকের সালেপুর অঞ্চলে দলীয় কর্মীদের সঙ্গে বেশ কিছু রুদ্ধদ্বার বৈঠকও করেছিলেন অমিত শাহ। বিজেপির মুখপাত্র সজ্জন শর্মা জানিয়েছেন, এদিন কটক, কেন্দ্রপাড়া, জগত্সিংপুর এবং জজপুর থেকে প্রায় ৬৩৫০টি বুথের বুথ স্তরের কমিটি সদস্যরা অমিত শাহকে জানাবেন গত দেড় বছরে তাঁরা ভোটা দাতাদের কাছে কতটা পৌঁছাতে পেরেছেন। এছাড়াও নতুন ভোটদাতাদের (১৮-২৫বছর বয়সী)মন পাওয়ার জন্যে কী কী করতে হবে সে ব্যাপারেও দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করবেন অমিত শাহ। ২০১৪ সাল পর্যন্ত ওডিশায় বুথ স্তরে বিজেপির উপস্থিতি খুবই খারাপ ছিল। কিন্তু মুখপাত্র জানিয়েছেন অমিত শাহ দলের সভাপতি হওয়ার পর থেকে বেড়েছে বিজেপির বুথ স্তরে উপস্থিতি। বর্তমানে রাজ্যের ৩৭,৬০৬টি বুথেই রয়েছেন বিজেপি কর্মীরা। ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ১৮ শতাংশ ভোট পাওয়ার পাশাপাশি ১০টি আসনে জয়ী হয়েছিল। ওই একই বছর লোকসভা নির্বাচনে ২১.৫ শতাংশ ভোট পেলেও মাত্র একটি আসনে জয়ী হয়েছিল। ২০১৯ সালের সাধারণ নির্বাচনে বিজেপির লক্ষ্য ওডিশায় অন্তত ৩৫ শতাংশ ভোট এবং ৪০টি আসন নিশ্চিত করা। ২৯ জানুয়ারির বৈঠকের পর ফের ৩ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন বঅমিত শাহ। পুরীতে আয়োজিত একটি আদিবাসী সম্মেলনে ভাষণ রাখবেন তিনি। অন্যদিকে ১২ ফেব্রুয়ারি বেরহামপুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
from Eisamay http://bit.ly/2FULNlg