এই সময় ডিজিটাল ডেস্ক: ভোটের আগে অযোধ্যা নিয়ে তত্পরতা দেখাল কেন্দ্র। অযোধ্যার বিতর্কিত জমির পার্শ্ববর্তী অধিগৃহীত জমি মালিকদের ফিরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল নরেন্দ্র মোদীর সরকার। ২০০৩ সালে বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বরে গোটা জমির উপর স্টেটাস কো জারি করেছিল সুপ্রিম কোর্ট। সরকার চাইছে, অবিতর্কিত জমি অর্থাত্ বাড়তি জমির উপর থেকে স্টেটাস কো তুলে নেওয়া হোক। ১৯৯১ সালে অধিগৃহীত জমির বাড়তি অংশ রাম জন্মভূমি ন্যাস (রাম মন্দিরের ট্রাস্ট) ফেরত চাইছে বলে রিট পিটিশনে জানিয়েছে কেন্দ্র। লোকসভা নির্বাচনের আগে সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ২৫ বছর আগে সরকারের অধিগৃহীত ৬৭ একর জমির উপর স্টেটাস কো জারি রয়েছে। তার মধ্যে বিতর্কিত জমি হল ২.৭ একর। এদিনই অযোধ্যা টাইটেল স্যুট নিয়ে শুনানির কথা ছিল শীর্ষ আদালতে। তবে মেডিক্যাল কারণে বিচারপতি এসএ বোবদে অনুপস্থিত থাকায় শুনানি বাতিল করা হয়। সেই দিনেই নয়া আবেদন করল কেন্দ্র।খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay http://bit.ly/2G81vsz