প্রয়াত প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ

এই সময় ডিজিটাল ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। মঙ্গলবার সকালে ৮৮ বছর বয়সে মারা গেলেন প্রাক্তন এই মন্ত্রী। ১৯৩০ সালের ৩ জুন ম্যাঙ্গালুরুতে জন্ম হয় তাঁর। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী মন্ত্রী সভায় প্রতিরক্ষা দফতরের দায়িত্বে ছিলেন তিনি। বেশ কিছুদিন ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। জনজীবন থেকে নিজেকে একেবারেই সরিয়ে নিয়েছিলেন তিনি। ২০০৯ সালের অগস্ট থেকে ২০১০ সালের জুলাই পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। ম্যাঙ্গালুরুর বাসিন্দা জর্জ ফার্নান্ডেজের হাত ধরেই শুরু হয় সমতা পার্টি। জরুরী অবস্থার বিরুদ্ধে তিনি আন্দোলন চালিয়েছিলেন। নাগরিক অধিকার রক্ষার জন্যেও কাজ করতেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মোরারজি দেশাই সরকারেও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে মোট ৯ বার লোকসভায় নির্বাচিত হয়েছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। When we think of Mr. George Fernandes, we remember most notably the fiery trade union leader who fought for justice… https://t.co/D9jwiDIevZ— Narendra Modi (@narendramodi) 1548734862000 Distressed to learn of the passing of Shri George Fernandes, who served India in many capacities, including as Defe… https://t.co/2hRuAC6UE9— President of India (@rashtrapatibhvn) 1548734932000 ট্যুইট করে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও... Very saddened at the passing away of former Defence Minister and much admired trade unionist, George Fernandes Ji.… https://t.co/kA0SeSHjdf— Mamata Banerjee (@MamataOfficial) 1548734963000

from Eisamay http://bit.ly/2FXNQ88

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.