এই সময় ডিজিটাল ডেস্ক: কেবল টিভির ক্ষেত্রে ট্রাইয়ের নয়া নিয়ম কার্যকরের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে এই নিয়ম চালু হওয়ার কথা। কিন্তু স্থানীয় কেবল অপারেটরদের করা মামলার প্রেক্ষিতে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ বিষয়ে মঙ্গলবার স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 67730809 এই সময়-এর পোলে অংশগ্রহণ করুনপে চ্যানেলের মুনাফার ৮০% অংশিদারিত্বের দাবি জানিয়ে ট্রাই এর দারস্থ হয়েছিলেন চ্যানেল মালিকরা। সেই আবেদনে সাড়া দিয়ে ২০১৭ সালের মার্চ মাসে ট্রাইয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাভের ৮০ শতাংশ পাবেন চ্যানেলে মালিকরা। বাকি টাকার ৫৫% পাবেন মাল্টি সার্ভিস অপারেটর অর্থাৎ যাঁদের মাধ্যমে চ্যানেল দেখা যায়। বাকি ৪৫% যাবে লোকাল কেবল অপারেটরদের হাতে। আগামী ১ ফ্রেব্রুয়ারি থেকে সেই বিজ্ঞপ্তি লাগু হবার কথা ছিল। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন রাজ্যের ৮০ জন অপারেটর। তাঁদের যুক্তি, ট্রাইয়ের এই বিজ্ঞপ্তিতে গ্রাহক স্বার্থ উপেক্ষা করা হচ্ছে। আরও পড়ুন: ঘরে স্বস্তি বহাল, চ্যানেল বাছার সময় বাড়ল ১ মাসএই প্রসঙ্গে বিশ্ববাংলা কেবল অপারেটরস্ ইউনিয়নের প্রেসিডেন্ট শংকর মন্ডল জানান, বিজ্ঞাপনে চ্যানেলগুলি তাদের টাকার কথা বলছে। অথচ জিএসটি বা সার্ভিস চার্জের কথা বলছেই না। এর ফলে বহু কেবল অপারেটরের গ্রাহক হারানোর আশঙ্কা আছে।
from Eisamay http://bit.ly/2RVii9w