এই সময় ডিজিটাল ডেস্ক: হোলির দিন দুষ্কৃতীর হামলার শিকার হলেন উত্তরপ্রদেশের লক্ষীমপুরের BJP বিধায়ক। দুপুর ৩টে নাগাদ প্যাটেল নগর থেকে রাজগড় যাচ্ছিলেন বিধায়ক যোগেশ ভার্মা। তবে গুরু নানক ইন্টার কলেজ মোড়ের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী হামলার শিকার হন তিনি। বিধায়ককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তবে তা যোগেশ ভার্মার হাঁটুতে লাগে। এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। S Singh, DM Lakhimpur Kheri: Lakhimpur Sadar MLA Yogesh Verma was meeting some people when an argument broke out fo… https://t.co/UHTxJIhxIz— ANI UP (@ANINewsUP) 1553166044000 গুরুতর আহত অবস্থায় বিধায়ককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন বর্তমানে তিনি বিপদ মুক্ত।ডেপুটি পুলিশ সুপার বিজয় আনন্দ বলেন, 'বিধায়কের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।' বিধায়ককে দেখতে হাসপাতালে হাজির হন স্থানীয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা।খবরটি হিন্দিতে পড়তে ক্লিক করুন
from Eisamay https://ift.tt/2Fsw7Et
