ভোট বাড়াতেই পুলওয়ামায় সেনা হত্যা, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ সপা নেতার

এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনে ভোটের পালে হাওয়া লাগাতেই ষড়যন্ত্র করে পুলওয়ামায় জওয়ান হত্যা। কেন্দ্রের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ আনলেন সমাজবাদী পার্টির নেতা রাম গোপাল যাদব।বৃহস্পতিবার উত্তরপ্রদেশে এক জনসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অখিলেশ যাদবের কাকা তথা সপার শীর্ষ স্থানীয় নেতা রাম গোপাল যাদব। তাঁর দাবি, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হানায় ৪০ জন আধাসামরিক বাহিনীর জওয়ানের শহিদ হওয়ার পিছনে এনডিএ সরকারের গভীর ষড়যন্ত্র কাজ করেছে। লোকসভা নির্বাচনে ভোটসংখ্যা বাড়ানোই তার মূল উদ্দেশ্য বলে তিনি বলেন। রাম গোপাল যাদবের দাবি, এই প্রথম শ্রীনগর থেকে জম্মু যাওয়ার পথে কোনও তল্লাশির ব্যবস্থা ছাড়াই কেন্দ্রীয় বাহিনীর বিশাল কনভয়কে যাওয়ার অনুমতি দেওয়া হয়। তাঁর আরও অভিযোগ, একাধিক শীর্ষ স্থানীয় সিআরপিএফ আধিকারিক অমুরোধ জানিয়েছিলেন, বিপজ্জনক ওই পথে কনভয় না নিয়ে গিয়ে বায়ুপথে অথবা বিশেষ ভাবে সুরক্ষিত যানে জওয়ানদের জম্মু পাঠানো হোক। কিন্তু সে কথা কানে তোলেনি সরকার। উলটে সাধারণ বাসে চাপিয়ে সিআরপিএফ কনভয় সড়কপথে জম্মু পাঠানোর পরিকল্পনা করা হয়। সমাজবাদী পার্টির বর্ষীয়ান নেতার অভিযোগ উড়িয়ে দিয়ে তা নোংরা রাজনীতির উদাহরণ বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, পুলওয়ামায় শহিদ জওয়ানদের আত্মত্যাগকে কলুষিত করেছে সপা নেতার ভুয়ো অভিযোগ।UP CM Yogi Adityanath on Ram Gopal Yadav's (SP leader) statement: Ramgopal Yadav ka bayan ghatiya rajniti ka bhadda… https://t.co/6zDym57CAI— ANI UP (@ANINewsUP) 1553165906000 এদিন রাম গোপাল জানান, কেন্দ্রে সরকার পরিবর্তন হলে এই বিষয়ে বিশদে অনুসন্ধান করা হবে।

from Eisamay https://ift.tt/2YewgCI

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.