₹৩৭৫ কোটির সম্পত্তি, জগনের মাথায় ঝুলছে ৩১ ফৌজদারি মামলা

এই সময় ডিজিটাল ডেস্ক: সম্পত্তির নিরিখে অনেক তাবড় রাজনীতিবিদকে পিছনে ফেলে দিলেন YSR কংগ্রেস পার্টি প্রধান জগনমোহন রেড্ডি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩৭৫ কোটি টাকা। নির্বাচন কমিশনে দাখিল হলফনামায় এমনই জানিয়েছেন তিনি। এ ছাড়া তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ ১২৪ কোটি টাকা। সেইসঙ্গে তাঁদের দুই কন্যার যথাক্রমে ৬.৫ এবং ৪.৬ কোটি টাকার সম্পত্তি আছে। অর্থাৎ জগনের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।শুক্রবার অন্ধ্রপ্রদেশের কাডাপা জেলার পুলিভেন্দুলা বিধানসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিলেন YSR কংগ্রেস পার্টির প্রধান জগনমোহন রেড্ডি। নিয়ম অনুসারে মনোনয়নপত্রের সঙ্গে ব্যক্তিগত এবং পরিবারের সদস্যদের সম্পত্তির তথ্য কমিশনে দাখিল করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৩১টি ফৌজদারি মামলা ঝুলছে বলে জানিয়েছেন YSR কংগ্রেস সুপ্রিমো। অন্যদিকে, এই প্রথম ভোটের আঙ্গিনায় পা রাখতে চলেছেন তেলুগু অভিনেতা তথা জনসেনা পার্টির নেতা পবন কল্যাণ। তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৫২ কোটি টাকা। বৃহস্পতিবার বিশাখাপত্তনম জেলার গাজুয়াকা কেন্দ্র থেকে মনোনয়নপত্র পেশ করেছেন পবন কল্যাণ।

from Eisamay https://ift.tt/2JzCZ7e

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.