২৩.০৩.২০১৯মেষ - সব কাজেই সাফল্য পাবেন। সাধারণ কর্মচারীদের কর্মস্থলে কিছু রোজগার বাড়বে। প্রেম প্রস্তাব বাতিল হতে পারে।বৃষ - ভালো দিন। সন্তানদের সাফল্যে গর্ব হবে। মেয়ের বিয়ে দিতে হলে আজ থেকে চেষ্টা করুন। শরীর ভালো থাকবে। মিথুন - শেয়ার কিনতে পারেন। ব্যবসায় লাভ বাড়বে। প্রবাসী সন্তান আজ ঘরে ফিরতে পারে। দাম্পত্যজীবন ভালো কাটবে। কর্কট - কর্মস্থলে কিছু সুখবর পাবেন। পাওনা টাকা আদায় হবে। ব্যবসায় সামান্য লাভ হবে। সিংহ - অর্থাগম বেশ ভালোই হবে। আমদানি-রপ্তানির বড় বরাত পেতে পারেন। বাড়ি কেনার থাকলে আজই কিনুন। কন্যা - বেকার যুবক-যুবতীদের আজ চাকরির খবর আসতে পারে। কর্মস্থলে রোজগার বাড়বে। শরীর ঠিক থাকবে। তুলা - পাওনা টাকার অধিকাংশ হাতে এসে যাবে। আইনজীবীদের খ্যাতি ও অর্থ দুটোই বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে।বৃশ্চিক - খুব ভালো দিন। আয় আজ অনেকটাই বাড়বে। পাওনা টাকা আদায় হবে। প্রেমে বিতর্কে জড়াবেন না। ধনু - কোথাও বেড়িয়ে আসুন, মনটা ফ্রি হবে। অর্থ কষ্টের কোনও আশঙ্কা নেই। আয়ের নতুন উৎস পেতে পারেন। দাম্পত্য জীবন ভালো কাটবে। মকর - টাকা পয়সা লেন-দেনে বেশি সতর্ক হবেন। প্রেমে হতাশা । স্নায়ুর যন্ত্রনা কষ্ট দিতে পারে।কুম্ভ - মিশ্র প্রকৃতির দিন। অর্থাগম তেমন হবে না। ঘরে স্ত্রীর শারীরিক সমস্যা বাড়তে পারে। বাতের যন্ত্রনায় আজ আপনি কষ্ট পেতে পারেন। মীন - অর্থাগমে কোনও বাধা নেই। ব্যবসায়ীদের লাভ বেশি হবে। ব্যবসায় লগ্নি বাড়াতে পারেন। ঘরে শান্তি বজায় থাকবে।
from Eisamay https://ift.tt/2EokNpY



