সোপিয়ানে লুকিয়ে ৩ জঙ্গি, চলছে এনকাউন্টার

এই সময় ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে শুরু হয়েছে এনকাউন্টার। শুক্রবার ভোররাত থেকে শুরু হয়েছে সেনা-সন্ত্রাসবাদী গুলি বিনিময়। পুলিশ জানিয়েছে, রত্নিপোরা এলাকায় লুকিয়ে রয়েছে ২-৩ জন সন্ত্রাসবাদী। গোপন সূত্রে খবর পেয়ে ভোর রাতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ ও CRPF-এর ৩৪ রাষ্ট্রীয় রাইফেলসের বাহিনী। সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলার পর তারা গুলি ছুড়তে শুরু করে। পালটা গুলি ছোড়ে বাহিনীও। গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় পরপর সেনা-সন্ত্রাসবাদীর এনকাউন্টারের ঘটনা ঘটেছে কাশ্মীরে।

from Eisamay https://ift.tt/2HKWS8J

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.