সমকামিতা সারানোর টোটকা? গুগল প্লে স্টোরে সুলভ ভয়ংকর অ্যাপ! ছিঃ...

এই সময় ডিজিটাল ডেস্ক: বিতর্কিত Living Hope Ministries অ্যাপ। ২০১৮ সালের ডিসেম্বর মাসে Apple সংস্থা তাদের অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি সরিয়ে দেয়। কিন্তু এখনও পর্যন্ত গুগলের তরফে কোনও জবাব না মেলায় ১৩৯,০০০ জন একটি পিটিশন সই করে জমা দিয়েছেন গুগল-এর সিইও সুন্দর পিচাইয়ের কাছে।হিউম্যান রাইটস ক্যাম্পেন-এর মুখপাত্র জানিয়েছেন তাঁরা বহুবার গুগল-এর কাছে আবেদন করেছেন। এই ধরনের অ্যাপ যে LGBTQ-র সদস্যদের জন্যে খুবই ক্ষতিকারক তাও বলা হয়েছে। কিন্তু সংস্থা কোনও পদক্ষেপ করেনি। কিন্তু কী আছে এই অ্যাপে যা নি.য়ে এত বিতর্ক! জানা গিয়েছে এই অ্যাপে গে এবং লেসবিয়ানদের জন্যে বিশেষ বার্তা রয়েছে, যেখানে বার বার নানা ভাবে বলা হয়েছে, তাঁদের এই যৌনতাকে প্রাধান্য দেওয়ার কোনও প্রয়োজন নেই। সামান্য চেষ্টাতেই তাঁদের মনোভাবে পরিবর্তন আনা সম্ভব এবং তাঁদের এই ব্যতিক্রমী চিন্তা পালটে ফেলা সম্ভব। এখানেই শেষ নয়। রয়েছে ধর্মোপদেশ এবং ভক্তি পাঠ। গুগল-এর এই মনোভাবের তীব্র নিন্দা করেছেন নিউ ইয়র্কের স্টেট সেনেটর। তিনি জানিয়েছেন, ‘আমি আশাবাদী গুগল বুঝতে পারবে এই ধরনের অ্যাপ কতটা ক্ষতিকারক এবং তারা দ্রুত তাদের প্লে স্টোর থেকে এই অ্যাপটি সরিয়ে দেবে।’

from Eisamay https://ift.tt/2Fsn6LI

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.