এই সময় ডিজিটাল ডেস্ক: আর্থিক সমস্যায় রয়েছে জেট এয়ারওয়েজ। দীর্ঘদিন ধরেই বেতন বন্ধ এই উড়ান সংস্থার পাইলট এবং ইঞ্জিনিয়ারদের। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী সুরেশ প্রভুকে চিঠি লিখে এ বিষয়ে হস্তক্ষেপ করার দাবি তুললেন জেট এয়ারওয়েজ-এর পাইলটরা।জেট এয়ারওয়েজ-এর ভারতীয় পাইলটদের নথিভুক্ত ট্রেড ইউনিয়ন ন্যাশনাল এভিয়েটর গিল্ড বা ন্যাগের তরফে চিঠি লিখে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে খুব শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে জেট এয়ারওয়েজ। এই উড়ান সংস্থাকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তাঁরা। এর দিন দুয়েক আগেই জেট পাইলটরা হুমকি দিয়েছিলেন যে তাঁদের সমস্ত বকেয়া বেতন না মিটিয়ে দিলে ১ এপ্রিল থেকে বিমান চালানো বন্ধ করে দেবেন তাঁরা।বেশ কিছুদিন ধরেই আর্থিক সংকটে রয়েছে জেট এয়ারওয়েজ। পাইলট ও ইঞ্জিনিয়ার বাদে এই উড়ান সংস্থার অন্য কর্মচারীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। যেখানে আগে দিনে ৪৫০ টি প্লেন চালাত জেট, তা কমিয়ে বর্তমানে মাত্র ১৫০ টি করে বিমান চালানো হয় বলে সূত্রের খবর।
from Eisamay https://ift.tt/2Tio7K5
