বিনয়-অনীককে হুমকি দিয়ে, 'পাহাড়ি আবেগ' জাগিয়ে বার্তা গুরুংয়ের

এই সময় ডিজিটাল ডেস্ক: পাহাড়ে ফের উত্তেজনার আভাস। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে জোটে সম্মতি দেওয়ার জন্য জিএনএলএফ-কে ধন্যবাদ জানিয়ে নতুন ভিডিয়ো বার্তা পাঠালেন বিমল গুরুং।বৃহস্পতিবার পাঠানো নতুন ভিডিয়ো বার্তায় একদা প্রতিপক্ষ অধুনা জোট শরিক জিএনএলএফ-কে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে পাহাড়ের সমস্ত রাজনৈতিক দল, সিপিএম এবং কংগ্রেসের কাছে সমর্থন চেয়েছেন গুরুং।একই সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার শীর্ষ নেতা বিনয় তামাং, অনীত থাপাকে সবক শেখানোর হুমকি দিতেও ছাড়েননি নির্বাসিত নেতা। এছাড়া, পাহাড়ের আবেগে সুড়সুড়ি দিয়ে তৃণমূল নেতা বিন্নি, রাজেন মুখিয়া ও এন বি খাওয়াসকে গোর্খা জাতিসত্ত্বার স্বার্থে লড়াইয়ে নামার ডাক দিয়েছেন বিমল গুরুং।

from Eisamay https://ift.tt/2HMZBi7

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.