সঙ্গী জ্যোতিপ্রিয়, বসিরহাট জয়ে চললেন নুসরত!

এই সময় ডিজিটাল ডেস্ক: বেজে উঠেছে লোকসভার দামামা। রাজনীতির ময়দানে নেমে পড়েছেন সেলেবরাও। জোরদার প্রচারে তারায় তারায় টক্করের প্রস্তুতির পারদও চড়েছে। শনিবার সকাল বেলায় প্রচারে বেরিয়ে পড়েছেন নুসরত। এ বার খোদ তিনিই প্রার্থী। এর আগে ২১ জুলাই শহীদ দিবস হোক বা তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে আগেই দেখা গিয়েছে তাঁকে।68532615 এ দিন সকালে কলকাতার লেক কালীবাড়ি থেকে খিদিরপুর মাজার হয়ে বাইপাস থেকে বাসন্তী জাতীয় সড়ক ধরে প্রথমে যাবেন সন্দেশখালিতে। এর পর সেখান থেকে পৌঁছবেন বসিরহাট। লোকসভা নির্বাচনের আগে এটাই তাঁর প্রথম রাজনৈতিক প্রচার বলে জানা গিয়েছে। সঙ্গে রয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে নুসরতের নাম শোনা ইস্তক সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছিলেন তিনি। প্রতিবাদে এক হাত নিয়েছিলেন সেই সকল ব্যক্তিদের। প্রচার শুরুর আগে সাবলিল ভঙ্গিতে নুসরত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমাতেও রাজনীতি ছিল। সেটা সামলানোর অভিজ্ঞতা আছে। তাই রাজনীতির আঙিনায় পা দিয়ে আলাদা করে কোনও অনভূতি নেই। মানুষ তাঁকে বিশ্বাস করবেন এবং এই লড়াইয়ে তিনিই জয়ী হবেন।

from Eisamay https://ift.tt/2Jxfc7H

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.