খনার বচন মেনে মঙ্গলে ইস্তাহার তৃণমূলের

এই সময় ডিজিটাল ডেস্ক: 'মঙ্গলে ঊষা, বুধে পা।' গত ১২ মার্চ প্রার্থী তালিকা প্রকাশের সময় খনার বচন শোনা গিয়েছিল মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। দিনটা ছিল মঙ্গলবার। সেই ধরা অব্যহত তৃণমূলের ইস্তাহার প্রকাশের ক্ষেত্রেও। সব ঠিকঠাক থাকলে আগামী মঙ্গলবার, ২৬ মার্চ দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে চলেছেন তৃণমূলনেত্রী।সূত্রের খবর, তৃণমূলের নির্বাচনী ইস্তাহার দু'টি ভাগে বিভক্ত থাকছে। একটি বিভাগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে। দ্বিতীয় ভাগে থাকবে কেন দেশে পরিবর্তন চাই, সে প্রসঙ্গ। এ ছাড়া কেন্দ্রে পরিবর্তন ঘটলে এবং তৃণমূল তার অংশ হলে মানুষের জন্য কি কি করতে পারবে সে বিষয়েও আলোকপাত করা হতে পারে রাজ্যের শাসকদলের ইস্তাহারে। এই প্রথম বাংলার, হিন্দি এবং ইংরাজির সঙ্গেই অলচিকি, অসমীয়া , উর্দু এবং গোর্খালির মতো ভাষায় ঘাসফুলের ইস্তেহার ছাপানো হয়েছে বলে সূত্রের খবর

from Eisamay https://ift.tt/2U6vx7w

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.