এই সময় ডিজিটাল ডেস্ক: সড়ক দুর্ঘটনার হার ক্রমেই বাড়ছে চিনে। শুক্রবার তীব্র গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষে মৃত্যু হল ৬ জনের, আহত ৭। পুলিশের গুলিতে মৃত বেপরোয়া গাড়িচালক।চিনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি জানিয়েছে, এদিন ভোরে হুবেই প্রদেশের জোয়্যাং শহরে আচমকা ভিড়ে ঠাসা রাস্তায় ঢুকে পড়ে গাড়িটি। অভিযোগ, গতি নিয়ন্ত্রণ করার কোনও চেষ্টাই করেনি চালক। একের পর এক পথচারী গাড়ির চাকার নীচে পিষ্ট হতে শুরু করেন। চালককে নিরস্ত করতে শেষে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। ঘটনাস্থলেই ছয় পথচারী মারা যান। পুলিশের গুলিতে মৃত্যু হয় চালকেরও। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে হুনান প্রদেশের হেংডং শহরে এমনই এক বেপরোয়া গাড়ি পিষে মারে ১১ জন পথচারীকে। ১২ জনেরও বেশি জখম হন। বছর চল্লিশের চালককে গ্রেফতার করার পরে পুলিশ জানায়, অতীতেও এমন ঘটনায় সে জড়িয়েছিল। উদ্দেশ্যপ্রণোদিত ভিড়ের মধ্যে তীব্র গতিতে সে গাড়ি ছুটিয়েছিল। তার পরে নভেম্বর মাসে লিয়াওনিং প্রদেশে এক প্রাথমিক স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় একদল শিশু নিয়ন্ত্রণহীন গাড়ির নীচে পিষে যায়। ঘটনায় ৫ শিশুর মৃত্যু হয়, আহত হয় ১৯ জন। পুলিশের জেরায় গাড়িচালক কবুল করে, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার উদ্দেশেই সে বেপরোয়া গাতিতে গাড়ি ছুটিয়েছিল।
from Eisamay https://ift.tt/2HT83MT
