এই সময় ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন না প্রতারণার দায়ে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী। ইংল্যান্ডের সবচেয়ে ঘিঞ্জি জেলেই হোলির দিনটি কাটাতে হল তাঁকে। তাঁকে ২৯ মার্চ পর্যন্ত পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দিয়েছে আদালত। বুধবার তাঁর জামিন খারিজ করে দেয় দক্ষিণ-পশ্চিম লন্ডনের আদালত। এর ফলে হার ম্যাজেস্টিস প্রিজন ওয়ান্ডসওয়ার্থেই হোলির দিনে কাটাতে হল নীরব মোদীকে। মঙ্গলবার লন্ডনের একটি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যাওয়ার সময় গ্রেফতার করা হয় তাঁকে। লন্ডনের সবচেয়ে ঘিঞ্জি এই জেলে বন্দি রয়েছে ১,৪৩০ জন। একজনের জন্য বরাদ্দ সেলে বেশিরভাগ ক্ষেত্রেই দু জনকে থাকতে হয়। নীরবকেও আর এক বন্দির সঙ্গে সেল শেয়ার করতে হচ্ছে। সেলগুলির শৌচালয়ের অবস্থাও খুব খারাপ। বন্দিদের খুব কম সময়ের জন্য সেলের বাইরে বেরোতে দেওয়া হয়। নীরব মোদী গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁকে দেশে প্রত্যর্পণের কাজ শুরু করে দিয়েছে ভারত। খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay https://ift.tt/2Ftgrkt
