এবার কমিশনের ছাড়পত্র পেল 'রূপশ্রী'

এই সময় ডিজিটাল ডেস্ক: 'সমব্যথী'র পর এবার 'রূপশ্রী' প্রকল্প চালু রাখার বিষয়ে রাজ্যকে ছাড়পত্র দিল নির্বাচন কমিশন। শুক্রবার নবান্ন সূত্রে এই খবর জানা গিয়েছে।'রূপশ্রী' প্রকল্পের আওতায় মেয়ের ১৮ বছর বয়স হলেই তাঁর বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা দেয় রাজ্য সরকার ৷ যে সব পরিবারের বার্ষিক আয় দেড় লক্ষ টাকা বা তার কম, তারাই এই প্রকল্পের সুবিধা পান৷ কমিশনের অনুমোদনের ফলে 'সমব্যথী'র পর এবার 'রূপশ্রী' প্রকল্প চালু রাখার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। ভোটের কারণে রাজ্যের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বন্ধ হয়ে যাওয়া নিয়ে সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিব মলয় দেকে বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে আলোচনার নির্দেশ দিয়েছিলেন তিনি। এর পরই এই প্রকল্পগুলি চালু রাখার আর্জি জানিয়ে নবান্নের তরফে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে চিঠি পাঠানো হয়েছিল। এরই সূত্র ধরে এবার কমিশনের ছাড়পত্র পেল রূপশ্রী। তবে বাকি সামাজিক প্রকল্পগুলির ছাড়পত্র এখনও আসেনি।

from Eisamay https://ift.tt/2TQFWEY

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.