এই সময় ডিজিটাল ডেস্ক: সিরিয়ায় ইসলামিক স্টেটের নাম-নিশানা আর নেই বলেই দাবি করল মার্কিন প্রতিরক্ষা দফতর। শুক্রবার বিশেষ এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর জানায়, সিরিয়া ১০০ শতাংশ আইএস মুক্ত। সিরিয়ার কোনও অঞ্চলই আর ইসলামিক স্টেটের কব্জায় নেই। আইএস নিজেদের যে শক্ত ঘাঁটিটি শেষপর্যন্ত আঁকড়ে ধরে বসেছিল, সেই বাঘৌজ শহর থেকেও সম্প্রতি তাদের উত্খাত করেছে মার্কিন সেনার নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। এর আগে ২০১৭ সালে ইরাকও তাদের দেশকে আইএস মুক্ত বলে দাবি করে। ফলে, শুধু সিরিয়াতেই টিকে থাকে ইসলামিক স্টেট। ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান সিরিয়া (ISIS) ছেঁটে নাম হয় শুধু আইএস।
from Eisamay https://ift.tt/2Wilbid



