কর্নাটকের ধারবাড়ে ৪৮ ঘণ্টা পরেও চলছে উদ্ধার কাজ, মৃত বেড়ে ১৪

এই সময় ডিজিটাল ডেস্ক: ৪৮ ঘণ্টা কেটে গেছে, এখন চলছে কর্নাটকের ধারবাড়ের কুমারেশ্বর নগরে ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তূপে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ সরিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৪ জন। যুদ্ধকালীন তৎপরতায় সারা রাত চলেছে উদ্ধার কাজ। মঙ্গলবার দুপুরে ধারবাড়ের বাণিজ্যিক কমপ্লেক্সে নির্মীয়মাণ চারতলা বাড়িটি আচমকা ভেঙে পড়ে। কমকরে ৭০ জন ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন। পুলিশ কমিশনার এমএন নাগার্জুন এদিন জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ক'টি দেহ উদ্ধার হয়েছে সবই প্রাপ্তবয়স্ক। তিনি জানান, এ পর্যন্ত ৫৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তার মধ্যে পরে হাসপাতালে ৫ জন মারা গিয়েছেন। তিনি জানান, বড় বড় কংক্রিটের চাঙড় কেটে উদ্ধার করতে হচ্ছে। যে কারণে সময় বেশি লাগছে। এখন পর্যন্ত কংক্রিটের নীচে ১২ থেকে ১৫ জনের আটকে থাকার সম্ভবনা রয়েছে বলেও জানানো হয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে। বেঙ্গালুরু থেকে আসা জাতীয় দুর্যোগ মোকাবিলা দফতরের একটি দলের সঙ্গেই উদ্ধার কাজে হাত লাগিয়েছে পুলিশ ও দমকল বাহিনী। সরকারি সূত্রে খবর, আহতদের মধ্যে ৪৩ জন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের দুটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

from Eisamay https://ift.tt/2FvqtSd

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.