এই সময় ডিজিটাল ডেস্ক: কংগ্রেস যেখানে প্রায় ১৫০ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিল, সেখানে একাধিক লম্বা বৈঠকের পরও প্রার্থী ঘোষণা করেনি BJP। এবার সেই জল্পনার অবসান কাটিয়ে প্রথম দফার প্রার্থী ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় সাংবাদিক বৈঠক করে লোকসভা ২০১৯-এর জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেন BJP-র নির্বাচক কমিটির সদস্য ও মন্ত্রী JP নাড্ডা। আগাম ঘোষণা মতোই বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে রাজ্যসভার সাংসদ থাকলেও, এবার গুজরাটের গান্ধীনগর থেকে লালকৃষ্ণ আডবানির পরিবর্তে ভোটে লড়বেন BJP সভাপতি অমিত শাহ। এছাড়াও হেভিওয়েট প্রার্থীদের মধ্যে লখনউ থেকে রাজনাথ সিং এবং নাগপুর থেকে নীতিন গডকরি এবং অমেঠি থেকে স্মৃতি ইরানি প্রার্থী হচ্ছেন। Union Minister and BJP leader J P Nadda: 182 candidates will be declared today, PM Modi to contest from Varanasi, A… https://t.co/XoOQHOoH2u— ANI (@ANI) 1553176991000 প্রথম দফায় ১৮২ জন প্রার্থীর নাম ঘোষণা হয়েছে। যার মধ্যে বাংলা থেকে ২৮ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।আসনপ্রার্থীকোচবিহারনীশীথ প্রামাণিকআলিপুরদুয়ারজন বারলাজলপাইগুড়িজয়ন্ত রায়রায়গঞ্জদেবশ্রী চৌধুরীবালুরঘাটসুকান্ত মজুমদারমালদা উত্তরখগেন মুর্মুমালদা দক্ষিণরূপা মিত্র চৌধুরীকৃষ্ণনগরকল্যাণ চৌবেব্যারাকপুরঅর্জুন সিংদমদমশমীক ভট্টাচার্যবসিরহাটসায়ন্তন বসুবারাসতমৃণাল কান্তি দেবনাথজয়নগরড. অশোক কান্ডারিমথুরাপুরশ্যামাপ্রসাদ হালদারযাদবপুরঅধ্যাপক অনুপম হাজরাকলকাতা দক্ষিণচন্দ্র কুমার বসুকলকাতা উত্তররাহুল সিনহাশ্রীরামপুরদেবজিৎ সরকারহুগলীলকেট চট্টোপাধ্যায়আরামবাগতপেন রায়তমলুকসিদ্ধার্থ নস্করঘাটালভারতী ঘোষঝাড়গ্রাম কুন্নুর হেমব্রমমেদিনীপুরদিলীপ ঘোষবিষ্ণুপুরসৌমিত্র খাঁবর্ধমান পূর্বপরেশ চন্দ্র দাসআসানসোলবাবুল সুপ্রিয়বীরভূমদুধকুমার মণ্ডলএছাড়াও মথুরা থেকে হেমা মালিনী, গাজিয়াবাদ থেকে জেনারেল ভি কে সিং, মুম্বই নর্থ-সেন্ট্রাল থেকে পুনম মহাজন, জয়পুর গ্রামীণ থেকে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌর-এর নাম ঘোষণা করা হয়েছে।অন্য সময় সবার আগে প্রার্থী ঘোষণা করা হলেও এবার অনেকটাই পিছিয়ে কেন্দ্রীয় শাসকদল। যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, দলের অভ্যন্তরীণ কৌশলগত কারণেই দেরি। পাশাপাশি দোলপূর্ণিমার আগের সময়টা শুভ নয়, তাই নাম ঘোষণায় সময় নেওয়া হয়েছে।
from Eisamay https://ift.tt/2HLq6V6
