'নৃশংস অত্যাচার, লক-আপে জ্বলতে হল প্রিন্সিপালকে', উত্তাল কাশ্মীর

এই সময় ডিজিটাল ডেস্ক: পুলিশ হেফাজতে নৃশংস অত্যাচার করে জ্বালিয়ে দেওয়া হয়েছে কাশ্মীরের একটি স্কুলের প্রিন্সিপালকে। এই অভিযোগে উত্তাল হয়ে উঠল ভূস্বর্গ। মৃতের শরীরে প্রচুর ক্ষত মিলেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। সূত্রের খবর, অবন্তীপোরার স্কুলের প্রিন্সিপাল রিজওয়ান আসাদের পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে দেখা গিয়েছে, শরীরের বিভিন্ন অংশে ক্ষত থেকে প্রবল রক্তপাত তাঁর মৃত্যুর অন্যতম কারণ হতে পারে। এরপরই পোস্ট-মর্টেম রিপোর্ট প্রকাশ করার দাবিতে সোচ্চার হয়েছে রিজওয়ানের পরিবার। রিজওয়ানের দাদা মুবাশির হুসেনের অভিযোগ, 'আমার ভাইকে নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। পুলিশ হেফাজতে তাঁকে খুন করা হয়েছে। ওর থাই কালো হয়ে গিয়েছে। মনে হচ্ছে, ওকে জ্বালিয়ে দেওয়া হয়। থাইয়ে অনেক কাটা দাগ পাওয়া গিয়েছে। ক্ষত রয়েছে পেটেও। ওর ডান পাও খুব ফুলে ছিল। মনে হয় সেটি ভাঙা হয়েছে।'স্থানীয় একটি স্কুলের প্রিন্সিপাল রিজওয়ান রসায়নের শিক্ষক ছিলেন। তিনি একটি টিউশন সেন্টারও চালাতেন। ১৭ মার্চ রাতে তাঁর বাড়িতে হানা দিয়ে তাঁকে তুলে নিয়ে যায় পুলিশ। দু দিন পর তাঁর পরিবারকে জানানো হয়, হেফাজতে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনার প্রতিবাদে শ্রীনগরে বিক্ষোভ করে ন্যাশনাল কনফারেন্স। অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হন বহু মানুষ।

from Eisamay https://ift.tt/2HJcuJS

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.