এই সময় ক্রাইম ডেস্ক: পাশে ঘুমিয়ে ৭ বছরের কন্যা। এই অবস্থায় নিজের গলার নলি কেটে আত্মহত্যা করলেন এক মহিলা। বেঙ্গালুরুতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। মঙ্গলবার সকালে পশ্চিম বেঙ্গালুরুর রাজরাজেশ্বরী নগরের পট্টনগেরেতে আত্মহত্যা করেন ৩৮ বছরের সঙ্গীতা। তাঁর মা শশিকলার অভিযোগ, স্বামী রাজশেখর ও তাঁর পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সঙ্গীতে এই পদক্ষেপ করেছে। পুলিশ জানিয়েছে, হেনস্থা সহ্য করতে না-পেরে স্বামীর থেকে ডিভোর্স চেয়েছিলেন সঙ্গীতা। তবে তাঁকে ডিভোর্স দেননি রাজশেখর। এরপর মাইসুরুর একটি পরিবার আদালতে অভিযোগ দায়ের করলে সঙ্গীতাকে মাসে ২০,০০০ টাকা করে খোরপোষ দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু রাজশেখর সেই টাকা না-দেওয়ায় অর্থকষ্টে কাটছিল সঙ্গীতার। তিনি চাকরি খুঁজছিলেন। মঙ্গলবার ঘুম থেকে সঙ্গীতার কন্যা মাকে বিছানায় দেখতে পায়নি। সে ভেবেছিল, মা হয়তো দুধ আনতে গিয়েছে। এরপর শৌচালয়ে যেতেই মারাত্মক দৃশ্যের সম্মুখীন হয় সে। দেখে রক্তে ভেসে যাচ্ছে মায়ের শরীর। মাকে ডাকার চেষ্টা করেও কোনও সাড়া পায়নি শিশুটি। এরপর মায়ের ফোন নিয়ে ঠাকুমাকে ফোন করেও কোনও সাড়া পায়নি মেয়েটি। অবশেষে চেন্নাইয়ের এক মাসিকে ফোন করে সে বিষয়টি জানায়। খবর দেয় প্রতিবেশীদের। রাজশেখর, তার মা ও পিসির বিরুদ্ধে গার্হস্থ হিংসা ও আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। খবরটি ইংরেজিতে পড়ুন
from Eisamay https://ift.tt/2FubQhS



