দুর্ঘটনায় সোনাজয়ী সাঁতারুর মৃত্যু

এই সময় ডিজিটাল ডেস্ক: পথদুর্ঘটনায় মৃত্যু হল সাউথ এশিয়ান গেমসের সোনাজয়ী তামিলনাড়ুর সাঁতারু এমবি বালাকৃষ্ণনের। বয়স হয়েছিল মাত্র ২৯ বছর। মঙ্গলবার রাতে চেন্নাইয়ে দুর্ঘটনায় তিনি মারা গিয়েছেন। পুলিশ সূত্রে খবর, বাইকে করে ফিরছিলেন বালাকৃষ্ণন। সেসময় একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায়। হাসপাতালে নিয়ে গেলে প্রাক্তন চ্যাম্পিয়ন এই সাঁতারুকে মৃত বলে ঘোষণা করা হয়। সাঁতারুর পরিবার জানিয়েছে, কর্মসূত্রে বর্তমানে আমেরিকায় ছিলেন বালাকৃষ্ণন। তাঁর ভিসার আবেদন বাতিল হওয়ায় দেশে ফিরে আসেন।

from Eisamay http://bit.ly/2waymHj

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.