অমিত শাহের বিরুদ্ধে FIR 'গণতন্ত্রের উপহাস', মত রাজনাথের

এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতায় রোড-শোকে কেন্দ্র করে অশান্তির প্রেক্ষিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার ঘটনাকে 'গণতন্ত্রের উপহাস' বলে মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথের বক্তব্য, পশ্চিমবঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করতে রাজ্যের 'মেশিনারি'কে কাজে লাগানো হচ্ছে। তাঁর নিশানায় রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির দায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই চাপিয়েছেন। মঙ্গলবার অমিত শোকে কেন্দ্র করে কলকাতায় ধুন্ধুমার কাণ্ড বেধে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও বিদ্যাসাগরে বিহারগতদের নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ভেঙে ফেলা হয় বিদ্যাসাগরের হেরিটেজ মূর্তি। রাজনৈতিক রোষে মণীষীর মূর্তি এ ভাবে ভাঙার নিন্দায় সরব হন বাংলার বুদ্ধিজীবীরা। এই ঘটনায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-সহ বিজেপির বেশ কয়েক জন নেতার নামে এফআইআর করা হয়েছে। কলকাতা পুলিশের নগরপালের কথা অনুযায়ী, মঙ্গলবার রাতে ১০০ জনকে আটকও করে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে নজিরবিহীন ভাবে বাংলায় ৩২৪ ধারা প্রয়োগ করে, রাজনৈতিক মিছিল-সভার সময় একদিন কমিয়ে দেয় নির্বাচন কমিশন। মমতা এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক, অনৈতিক উল্লেখ করে, কমিশনকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন।

from Eisamay http://bit.ly/2Q7y7ps

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.