১৬.০৫.২০১৯মেষ - সব কাজেই কিছু না কিছু বাধা আসবে। ব্যবসায় সামান্য লাভ হবে। কর্মস্থলে কোনও পরিবর্তন নেই। বৃষ - মিশ্র প্রকৃতির দিন। কর্মপ্রার্থীরা বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। ব্যবসা ও কর্মস্থলে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। শরীর ভালো থাকবে।মিথুন - পাওনা টাকা কিছু আদায় হলেও অর্থ চিন্তা আপনাকে ছাড়বে না। ব্যবসায় লাভ বাড়বে। কর্মস্থলে পরিবর্তন নেই। বিদ্যালাভে বাধা নেই। কর্কট - কাছাকাছি কোথাও বেড়িয়ে আসতে পারেন। আর্থিক অবস্থার সামান্য উন্নতি হবে। কর্মস্থলে কিছু রোজগার বাড়বে।সিংহ - দিনটা খুবই ভালো। পাওনা টাকা ভালো আদায় হবে। ব্যবসায় লগ্নি বাড়াতে পারেন। কর্মস্থলে বা চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। কন্যা - নতুন কোনও কাজের সন্ধান আজ মিলতে পারে। পাওনা টাকা বিনা বাধায় আদায় হবে। ব্যবসায় লগ্নি বাড়ান। তুলা - অর্থাগম ভালো হবে। ব্যবসায় উন্নতি আছে। শিল্পীদের পক্ষে দিনটা খুবই শুভ। পারিবারিক শান্তি বজায় থাকবে। বৃশ্চিক -আঘাত প্রাপ্তি যোগ আছে আজ। রাস্তায় সাবধানে চলবেন বা গাড়ি চালাবেন। দূর ভ্রমণ বাতিল করুন। ধনু - ভালো দিন। চাকরিতে উন্নতির যোগ আছে। ব্যবসা বাড়াতে পারেন। শরীর ভালো থাকবে।মকর - কিছু টাকা সঞ্চয় করুন। গবেষকদের জন্য দিনটা খুবই শুভ। প্রবাসী সন্তান ঘরে ফিরতে পারে। মেয়ের বিবাহ স্থির হতে পারে।কুম্ভ - পাওনা টাকা আদায় হবে। ব্যবসায় লাভ বাড়বে। কর্মস্থলে উন্নতির সম্ভাবনা প্রবল। চুটিয়ে প্রেম করুন। মীন - স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায় আয় বাড়বে। কর্মক্ষেত্রে বা চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে।
from Eisamay http://bit.ly/2V26L61



