গলায় বিদ্যাসাগর-বিবেকানন্দের ছবি, মমতার পদযাত্রায় প্রতিবাদের ঝড়

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকেই মোড় ঘুরে গিয়েছে রাজ্য রাজনীতির। লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে এখন মূলত বিষয় হয়ে উঠেছে, মঙ্গলবার অমিত শাহর রোড শোয়ের সেই ধ্বংসাত্মক হামলা। ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়, বিদ্যাসাগর কলেজে শুধু ভাঙচুরই নয় গুড়িয়ে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তিও। আর তারপর থেকেই কার্যত ফুঁসে উঠেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিদ্যাসাগর কলেজে গিয়ে সরেজমিনে সমস্ত বিষয় খতিয়ে দেখার পর বুধবার আগরতলাতেও এনিয়ে বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এদিন বিকেলেই নজিরবিহীনভাবে পদযাত্রা করলেন তিনি। খাস কলকাতায়। কেন নজিরবিহীন? হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকদের গলায় আজ ছিল বিদ্যাসাগর, বিবেকানন্দ, রবীন্দ্রনাথের মতো মনীষীদের ছবি। বেলেঘাটা থেকে শ্যামবাজার পর্যন্ত হওয়া সেই পদযাত্রায় দিকেদিকে পোস্টার, যাতে বিদ্যাসাগরের সেই ভাঙা মূর্তির ছবির পাশে লেখা 'ছিঃ'।ওই সভায় এদিন শুধুমাত্র কর্মীরাই নন, উপস্থিত ছিলেন শুভাপ্রসন্ন, জয় গোস্বামী, অরিন্দম শীলের মতো ব্যক্তিত্বরাও। আর ভিড়ও ছিল নজরকাড়া।

from Eisamay http://bit.ly/2Q4Jw9A

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.