'বাংলাকে অশান্ত করার ষড়যন্ত্র রুখে দেবেন আপনারাই', ডাক মমতার

এই সময় ডিজিটাল ডেস্ক: নির্বাচনী প্রচারে মোড়ই কার্যত ঘুরে গিয়েছে মঙ্গলবার কলকাতায় অমিত শাহর রোড শো থেকে। মঙ্গলবার বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর হওয়ার পর কার্যত বাঙালি ভাবাবেগ নিয়েই প্রচারে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত আগরপাড়ার নির্বাচনী জনসভা থেকে মমতা বলেন, 'গুণ্ডা দিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে বিজেপি। রাজস্থান, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড থেকে লোক এনে বাংলায় অশান্তি করার চেষ্টা করছে দাঙ্গাবাজরা।'গতকালের প্রসঙ্গ উল্লেখ করে মমতা বলেন, 'এরা বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, বিবেকানন্দকে জানেই না। এরা দেখবে বাঙালিকে!' মঙ্গলবারের ঘটনার জন্যে বিজেপিকে কাঠগড়ায় তুলে তিনি বিজেপি নেতা রাকেশ সিংয়ের একটি ভাইরাল হওয়া ভিডিয়োও সভায় শোনান, যেখানে স্পষ্টতই অমিত শাহর মিছিলে লাঠিসোটা নিয়ে হাজির হওয়ার নির্দেশ দিচ্ছেন রাকেশ। সভা থেকে মোদীকে 'নির্লজ্জ' বলেও আক্রমণ শানান মমতা। শুধু তাই নয়, এদিন মঞ্চে বিদ্যাসাগরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

from Eisamay http://bit.ly/2Q5GD8l

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.