সকাল সকাল ভোট দিয়েই নিজেদের গণনা জানালেন নিতিশ-যোগী

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিবার সকাল সকাল ভোট দিতে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাটনায় নিজের কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে এসে নিতিশ কুমার বলেন, ‘দুটি দফার মধ্যে অনেকদিনের ব্যবধান ছিল। এই গরমে ভোট হচ্ছে। দীর্ঘ দিন ধরে না টেনে দ্রুত ভোটপর্ব শেষ করা উচিত কমিশনের। এতে সাধারণ মানুষের সুবিধে।’ নিতিশ জানান, তিনি সব দলের প্রধানদের ব্যক্তিগতভাবে চিঠি লিখে এই বিষয়ে সহমত হওয়ার আবেদন করবেন। এবছর ১১ এপ্রিল থেকে শুরু হয়েছিল লোকসভা নির্বাচন। অন্যদিকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে ভোট দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে বিজেপি প্রার্থী ভোজপুরি অভিনেতা রবি কিষাণ। ভোট দিয়ে বেরিয়ে এসে যোগী বলেন, ‘গণতন্ত্রের এই বিশাল উত্‍সবে সামিল হতে পেরে আমি খুবই গর্বিত এবং খুশি। মানুষ এটা বুঝিয়ে দিয়েছেন, যাঁরা সাধারণের হিতের জন্যে কাজ করেন নির্বাচনে জয় তাঁদেরই হবে।’ উপস্থিত সাংবাদিকদের আদিত্যনাথ জানিয়েছেন, এখনও পর্যন্ত শান্তিতেই ভোট হয়েছে উত্তরপ্রদেশে।

from Eisamay http://bit.ly/2VyqXf9

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.