'ভগবানও মোদীর হার বাঁচাতে পারবেন না', ভোট দিয়ে বিস্ফোরক অভিষেক

এই সময় ডিজিটাল ডেস্ক: স্বয়ং ভগবানও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাঁচাতে পারবেন না। ভোট দিয়ে এ কথা বললেন ডায়মন্ড হারবার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, লোকসভা ভোটে এ বার ৪২-এ ৪২-ই পাবে তৃণমূল। রবিবার সপ্তম দফার নির্বাচনে সকাল সকাল ভোট দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। দক্ষিণ কলকাতা কেন্দ্রের ২০৮ নং বুথে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, 'উত্‍সবের মেজাজে ভোট হচ্ছে। যুব সমাজ এগিয়ে এসে ভোট দিচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ।' নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দেওয়ার দিয়ে দিয়েছেন। ক্ষমা না-চাইলে ৩৬ ঘন্টা পরেই মানহানির মামলা করা হবে।' মানহানিকর মন্তব্য করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উকিলের চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদের আইনজীবী সঞ্জয় বসু অভিষেকের তরফে ওই চিঠিতে বলেছেন, চিঠি পাওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে যদি মোদী নিঃশর্তে ক্ষমা না চান তো তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ, ১৫ মে ডায়মন্ড হারবারে বিজেপির একটি জনসভায় অভিষেকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী যে-সব কথা বলেছেন, তা সাংসদের পক্ষে অত্যন্ত ‘মানহানিকর’ এবং ‘সর্বৈব মিথ্যা’।নয়াদিল্লিতে ৭ লোক নারায়ণ মার্গের ঠিকানা ছাড়াও কলকাতায় ৬ মুরলীধর স্ট্রিটে বিজেপির রাজ্য দপ্তরেও মোদীর উদ্দেশে চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী। তিনি লিখেছেন, ‘১৫ মে আপনি ডায়মন্ড হারবারে একটি নির্বাচনী প্রচারসভা করেছিলেন। সাধারণ মানুষ তাতে উপস্থিত ছিলেন। আপনার বক্তব্যের ভিডিয়ো রেকর্ডিং বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রচারিত হয়েছে। যদি আপনি আমার মক্কেলের বিরুদ্ধে বৈধ সমালোচনা করতেন, তা হলে তা তিনি মেনে নিতেন। কিন্তু সে দিন সব জেনেবুঝে আপনি অসত্য ভাষণ করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আপনি বার বার উল্লেখ করেছেন ‘দিদি’ ও ‘ভাতিজা’-র প্রসঙ্গ। অথচ, আপনি ভালো করেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ‘দিদি’ বলে সম্বোধন করেন এবং আমার মক্কেল দিদি-র একমাত্র ভাইপো যিনি সক্রিয় ভাবে রাজনীতিতে অংশ নেন এবং ডায়মন্ড হারবারের সাংসদ।’

from Eisamay http://bit.ly/30xx0nA

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.