এই সময় ডিজিটাল ডেস্ক: অসমের রাজধানী গুয়াহাটিতে গ্রেনেড বিস্ফোরণ। বুধবার রাত ৮টা নাগাদ শহরের জু রোডে সেন্ট্রাল শপিং মলের কাছে একটি জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটে। এতে এক শিশু-সহ ৬ জন আহত হয়েছেন। আহতদের গুয়াহাটি মেডিক্যাল কলেজে ভরতি করা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। Assam: Six people injured in explosion outside a mall on Zoo road in Guwahati, area cordoned off, police present at… https://t.co/A61KKARC55— ANI (@ANI) 1557932807000 খবর পেয়েই ঘটনাস্থলে যান শহরের পুলিশ কমিশনার দীপক কুমার। এটি একটি গ্রেনেড বিস্ফোরণ ছিল বলে নিশ্চিত করেছেন তিনি। গোটা ঘটনার তদন্ত হচ্ছে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।এদিনের বিস্ফোরণের দায় স্বীকার করেছে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আলফা(আই)। পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে। বিস্ফোরণের জেরে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
from Eisamay http://bit.ly/2wayp5X



