শ্রীলঙ্কায় জাতি বিদ্বেষের জেরে গ্রেফতার ১০০, নিষিদ্ধ ড্রোন

এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কায় ইস্টার সানডের নাশকতার পর সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ড্রোনের ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হল। পরবর্তী নির্দেশ জারি না-হওয়া পর্যন্ত দেশের কোথাও কোনও কাজে ড্রোন ব্যবহার করা যাবে না বলে শ্রীলঙ্কা সরকারের তরফে এক বিবৃতিতে ঘোষণা করা হয়েছে।ইতিমধ্যেই ন্যাশনাল তৌহিদ জামাত-সহ দেশের তিনটি ইসলামিক কট্টরপন্থী সংগঠনকে নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা সরকার। ইস্টার সানডের নাশকতার জেরেই এই নিষেধাজ্ঞা আরোপ। যে হামলায় প্রাণ হারান ২৫০ জনেরও বেশি মানুষ। ইসলামিক স্টেট হামলার দায় নিলেও সরকারের দাবি, ন্যাশনাল তৌহিদ জামাত-সহ তিনটি ইসলামিক সংগঠন নাশকতায় জড়িত। তারা আইসিসের হয়ে কাজ করছে। প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা গত সোমবারই গেজেট ইস্যু করে, ওই তিনটি মুসলিম সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেন। বাকি দুটি হল জামাতে মিলিয়তে ইব্রাহিম ও উইলিয়থ আস সিলানি। ২১ এপ্রিল এক মহিলা-সহ ৯ সুইসাইড বোম্বার শ্রীলঙ্কার অভিজাত হোটেল ও গির্জাগুলিতে ধারাবাহিক বিস্ফোরণ ঘটায়। যার জেরে ৪৪ বিদেশি-সহ ২৫৮ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ ভারতীয়ও রয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছে ১০০০ জনেরও বেশি।

from Eisamay http://bit.ly/2Q5Gl1f

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.