জম্মু ও কাশ্মীরে বড় মাপের নাশকতার সম্ভাবনা, সতর্ক প্রশাসন

এই সময় ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে যে কোনও সময় আবার বড় মাপের সন্ত্রাসবাদী হামলার শিকার হতে পারে জম্মু ও কাশ্মীর। শুক্রবার এমনই সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। সূত্রের খবর, শ্রীনগর এবং অবন্তিপুরায় নাশকতার পরিকল্পনা করেছে সন্ত্রাসবাদী গোষ্ঠী। বিশেষ করে হামলা চালানোর ছক সাজানো হয়েছে ওই দুই অঞ্চলে বায়ুসেনার ঘাঁটিতে। নির্বাচন কেন্দ্র করে গত একমাসের উপর উপত্যকায় টানটান উত্তেজনা রয়েছে। বিক্ষিপ্ত কিছু সন্ত্রাসবাদী হামলাও ঘটেছে। এছাড়া নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে কয়েক জন সন্ত্রাসবাদী। এই পরিস্থিতিতে বড়সড় সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনায় স্বভাবতই সতর্ক জম্মু ও কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনী। সতর্কবার্তা পাওয়ার পরে আরও মজবুত করে গড়ে তোলা হয়েছে উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

from Eisamay http://bit.ly/2HnRUhF

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.